ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিমানের নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ২৭ জানুয়ারি ২০২০ | আপডেট: ২০:৩০, ২৭ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাজ্জাদুল হাসান। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিমান) মুহাম্মদ মোশাররফ হোসেন সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

তিনি বলেন, সাজ্জাদুলকে বিমানের চেয়ারম্যান নিয়োগ দিয়ে পরিচালনা পর্যদ পুনর্গঠন করা হয়েছে। বিমানের পরিচালনা পর্যদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর মেয়াদ শেষ হওয়ায় সাজ্জাদুলকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান মোশাররফ।

পরিচালনা পর্যদে চেয়ারম্যান বাদে অন্য পদে কোনো পরিবর্তন করা হয়নি বলেও জানান তিনি। সাজ্জাদুল হাসান বিমানের পরিচালনা পর্যদে সদস্য ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি