শাফিউজ্জামান ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক
প্রকাশিত : ২৩:৩১, ২৭ জানুয়ারি ২০২০
শাফিউজ্জামান সম্প্রতি ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। তিনি ২০১৫ সালে ব্যাংক এশিয়ায় যোগদান করেন এবং ব্যাংকের কর্পোরেট এন্ড লার্জ লোন বিভাগের কার্যভার গ্রহণ করেন।
১৯৯৪ সালে তৎকালীন ইউনাইটেড লিজিং কোম্পানী লিমিটেড (বর্তমান ইউনাইটেড লিজিং কোম্পানী লিমিটেড) এ এক্সিকিউটিভ পদে যোগদানের মাধ্যমে জনাব শাফিউজ্জামান কর্মজীবন শুরু করেন । ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি ওয়ান ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন এবং সেখানে বিভিন্ন বিভাগে ১৪ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা লাভ করেন।
শাফিউজ্জামান ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতায় ১৩ বছর ঢাকার বিভিন্ন কর্পোরেট শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে কর্পোরেট অ্যাসেট মার্কেটিং, ক্রেডিট এন্ড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন সহ বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। জনাব শাফিউজ্জামান ঢাকা বিশ^বিদ্যালয়ের ইন্সস্টিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর একজন এমবিএ।
আরকে//
আরও পড়ুন