ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ২৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের উদ্যোগে গ্রাহক সমাবেশ ২৬ জানুয়ারি ২০২০ রাজশাহীর পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কাউছার উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি। 

গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন নাবিল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো. আমিনুল ইসলাম, সেভেন স্টার ফিস প্রসেসিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. ইমদাদ হোসাইন, আর এস ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মো. শরিফুল ইসলাম, নওগাঁ পাথর অ্যান্ড কয়লা ঘর এর স্বত্ত্বাধিকারী মোঃ আইনুদ্দিন এবং ন্যাশনাল ট্রেডার্স এর জেনারেল ম্যানেজার মো. মোজাফফর হোসাইন। ব্যাংকের রাজশাহী জোনের শাখাসমূহের ব্যবস্থাপক ও গ্রাহকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি