ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ব্যাংক এশিয়া ও এসএমই ফাউন্ডেশনের চুক্তি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫০, ২৯ জানুয়ারি ২০২০

ব্যাংক এশিয়া লিমিটেড এবং এসএমই ফাউন্ডেশনের মধ্যে ক্লাস্টার ভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসএমই ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক  মো. শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

কুষ্টিয়ার কুমারখালি টেক্সটাইল ক্লাস্টার, বগুড়ার শাওয়াইল হ্যান্ডলুম ক্লাস্টার, মুন্সিগঞ্জের রেডিমেড গার্মেন্টস ক্লাস্টার, নরসিংদীর টেক্সটাইল ক্লাস্টার ও ঢাকার ইলেক্ট্রিক ক্লাস্টারসহ দেশব্যাপী নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে আর্থিক উন্নয়নের লক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি