ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

অত্যাধুনিক আঙ্গিকে সাজানো হল ব্যাংক এশিয়ার গুলশান শাখা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ৩০ জানুয়ারি ২০২০

গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ করতে ব্যাংক এশিয়া গুলশান শাখা অত্যাধুনিক আঙ্গিকে নতুনভাবে সাজানো হয়েছে। সংস্কার পরবর্তী নতুন কলেবরে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে গ্রাহক, শুভ্যানুধ্যায়ীদের সম্মানে ৩০ জানুয়ারি ২০২০ গুলশান শাখায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী। ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, পরিচালক এনাম চৌধুরী, আশরাফুল হক চৌধুরী ও রোমানা রউফ চৌধুরী, র‌্যাংগস মটরস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী, ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, কর্পোরেট অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শাখা প্রধানবৃন্দ এবং সম্মানিত গ্রাহক ও শুভ্যানুধায়ীগণ উপস্থিত ছিলেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি