ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ব্যাংক এশিয়া এবং এবিসি রিয়েল এস্টেট এর মধ্যে সমঝোতা চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২০

ব্যাংক এশিয়া এবং এবিসি রিয়েল এস্টেট লি. এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং এবিসি রিয়েল এস্টেট লি. এর পরিচালক শ্রাবন্তী দত্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এবিসি রিয়েল এস্টেট লি. এর চিফ অপারেটিং অফিসার মি. ডি. এন. চ্যাটার্জী এবং এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং তানভির হায়দার, ব্যাংক এশিয়ার টাওয়ার শাখা প্রধান মো. আবদুল লতিফ, হেড অব এমএসএমই  মো. শামিনুর রহমান, হেড অব কনজ্যুমার ফাইন্যান্স ফিরদাউস বিন জামান, হলি ফ্যামিলি আরসিএমসিএইচ শাখা প্রধান এ. কে.এম ফখরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
চুক্তির আওতায় ব্যাংক এশিয়া এবিসি রিয়েল এস্টেট লি. এর গ্রাহকবৃন্দকে হ্রাসকৃত হারে ও অগ্রাধিকার ভিত্তিতে গৃহঋণ প্রদান করবে।

কেআই/এসি

  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি