ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

এসএমই পণ্য প্রদর্শনীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ৫ মার্চ ২০২০

বাংলাদেশ ট্রেনিং একাডেমি, ঢাকায় ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা ২০২০-এ অংশগ্রহণ করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ৪ দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অন্যান্য অতিথিবৃন্দসহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্টল পরিদর্শন করেন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী তাদেরকে স্বাগত জানান। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, এ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানীজ এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি