ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিশ্ব নারী দিবসে ইয়ামাহা রাইডারদের অভিনব উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ৯ মার্চ ২০২০

৮ মার্চ বিশ্ব নারী দিবস। আর এই দিবসকে ঘিরে চলে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় ইয়ামাহা রাইডাররা উৎযাপন করে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হয় নারী বাইকারদের র‌্যালি দিয়ে। 

র‌্যালিটি রামপুরা থেকে শুরু হয়ে হাতিরঝিল হয়ে তেজগাঁও গিয়ে শেষ হয়। যেখানে প্রায় ৫০ জন নারী বাইকার অংশ নেয়। সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা’র থ্রিএস সেন্টারে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে পুরুষ বাইকাররা নারী বাইকারদের জন্য খাবার রান্না করে যেটা ছিল নারী দিবসে এক ব্যতিক্রমী আয়োজন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। 

অনুষ্ঠানে নারী বাইকাররা বাইক চালানোর ক্ষেত্রে তাদের অভিজ্ঞতার কথা জানান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইয়ামাহা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর পিয়া জান্নাতুল ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন এসিআই মর্টস এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি