ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মার্কেন্টাইল ব্যাংকের এমডি’র মায়ের ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ২ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরীর মা নূর নাহার হালিম আজ (০২.০৪.২০২০) বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকার নিউ ইস্কাটনে মেয়ের বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনীত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক মেয়ে, নাতী, নাতনী জামাইসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ ঢাকার নিউ ইস্কাটনে বাদ জোহর জানাজা শেষে মরহুমার নিজ বাড়ি নোয়াখালির সোনাইমুরীর সাহারপারে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ, সকল নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ব্যাংকের এমডি’র শ্রদ্ধেয় মা মরহুমা নূর নাহার হালিম এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান, সেই সাথে মরুহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

আরকে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি