ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

অগ্রণী ব্যাংকের প্রধান শাখা লকডাউন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ৮ এপ্রিল ২০২০ | আপডেট: ২১:০৩, ৮ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংক্রমণে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় লকডাউন করা হয়েছে। ব্যাংকের একজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় ওই শাখা লকডাউনের ঘোষণা দেওয়া হয়।

বুধবার (৮ এপ্রিল) অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস উল ইসলাম বলেন, প্রধান শাখার একজন কর্মকর্তার করোনায় আক্রান্তের খবর জানতে পেরেছি। ইতিমধ্যে শাখা লকডাউন করা হয়েছে। তবে এ শাখার সকল কার্যক্রম পরিচালিত হবে আমিনকোট (দিলকুশা) শাখায়।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, শাখার ওই কর্মকর্তার জ্বর ছিল। ফলে মঙ্গলবার তার নমুনা নেয়া হয়। পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। পরে শাখা লকডাউন করে দেওয়া হয়। ব্যাংকের ওই শাখায় তার সঙ্গে ৬২ জন কর্মরত ছিলেন। আমরা সবাইকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি