বিজিএমইএ’র ত্রাণ সহায়তা প্রদান
প্রকাশিত : ২৩:৪৪, ১২ এপ্রিল ২০২০
করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও লকডাউনের কারণে কর্মহীন ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য বিজিএমইএ’র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে আজ শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর নিকট তাঁর চশমা হিলস্থ বাস ভবনে বিজিএমইএ’র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কার্যালয়ে সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন ও দামপাড়াস্থ সিএমপি কার্যালয়ে পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান এর নিকট বিজিএমইএ’র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।
ত্রাণ সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সহ-সভাপতি এ.এম. চৌধুরী সেলিম, পরিচালকবৃন্দ সর্বজনাব খন্দকার বেলায়েত হোসেন, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, এনামুল আজিজ চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি সর্বজনাব শাহাবুদ্দিন আহমেদ ও মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক সর্বজনাব এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী ও সাইফ উল্লাহ মনসুর এবং বিজিএমইএ’র সদস্য আবু হাসনাত চৌধুরী প্রমুখ।
আরকে//
আরও পড়ুন