ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুনামগঞ্জ পুলিশকে দুটি গাড়ি দিল লাফার্জহোলসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ২৫ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

সুনামগঞ্জ জেলা পুলিশকে দুটি গাড়ি দিয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ। সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার থানার দৈনন্দিন কাজে এই গাড়ি দুটি ব্যবহার করা হবে বলে বহুজাতিক এই প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার লাফার্জহোলসিমের পক্ষে প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং এবং কান্ট্রি সিকিউরিটি লীড মুনতাসির আহমদ উভয় থানার অফিসার ইন-চার্জের কাছে গাড়ি দুটি হস্তান্তর করেন। এসময় সুনামগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

বিল্লাল হোসেন বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে দেশে এখন ক্রান্তিকাল চলছে। এ সময় লাফার্জহোলসিমের এই উদ্যোগ প্রশংসনীয়।

মুনতাসির আহমদ বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনের পাশে দাড়াতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে স্থানীয় জনসাধারন উপকৃত হবেন বলে বিশ্বাস করি।

সুনামগঞ্জের ছাতকে অবস্থিত সুরমা প্ল্যান্টে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে লাফার্জহোলসিম এবং সুনামগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি