ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আমানুল্লাহ চৌধুরীর দাফন সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১ মে ২০২০ | আপডেট: ১৬:২২, ১ মে ২০২০

দেশের অন্যতম শিল্প পরিবার র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে এগারটার দিকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। 

এ সময় উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ র‌্যাংগস পরিবারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

তার মৃত্যূতে ব্যাংক এশিয়া পরিবার শোকাহত এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

প্রসঙ্গত, র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ চৌধুরী গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পেশাদারী বলিষ্ঠ নেতৃত্ব র‌্যাংগস গ্রুপের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত ছিল।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি