ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ৩ নভেম্বর ২০২০ | আপডেট: ১৫:৪১, ৩ নভেম্বর ২০২০

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাসই-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহীর সাথে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিসোসিয়া।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা, বিভিন্ন প্রোগ্রাম, প্রশিক্ষণসহ নানা বিষয় নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা হয়। এছাড়া ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের সাথে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা কার্যক্রম সম্পর্কেও আলোচনা হয়। 

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. আবদুর রহিম মোল্লা, রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসাইন, লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান, ব্রিটিশ কান্সিলের বিজনেস ডেভেলপমেন্ট প্রধান সারওয়াদ মাসুদা রেজা, কন্ট্রোলার অব এক্সাম, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি