ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি কামরুল,সম্পাদক আলমগীর

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১৩, ৫ ডিসেম্বর ২০২০

দেশের সর্বাধিক সংখ্যক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২০-২১ এর নতুন কমিটি গঠিত হয়েছে। কাউন্সিলে পরিসংখ্যান ইউনিটের সিনিয়র রোভার মেট মো. কামরুল হাসানকে সভাপতি এবং ব্যবস্থাপনা ইউনিটের সিনিয়র রোভার মেট আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে উপস্থিত সিনিয়র রোভার মেটদের ব্যালট ভোটের মাধ্যমে নতুন কাউন্সিল নির্বাচিত হয়। এরপর জবি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন কমিটি ঘোষণা করেন। এসময় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেরস ড. মো. মনিরুজ্জামান খন্দকার।

নির্বাচিত নতুন কাউন্সিলে সহ-সভাপতি দু’টি পদে হিসাব বিজ্ঞান ইউনিটের সিনিয়র রোভার মেট মোল্লা মামুন হাসান ও লোকপ্রশাসন ইউনিটের সিনিয়র রোভার মেট আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন ইউনিটের সিনিয়র রোভার মেট মো. নবাব হোসেন।

অন্যান্য পদে প্রোগ্রাম সম্পাদক এস কে জামিরুল, ট্রেনিং সম্পাদক হাবিবুল বাশার, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান জোবায়ের, অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, গার্ল-ইন-রোভার সাজেদা আক্তার সাথী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইমরান হোসাইন, ক্রীড়া সম্পাদক শেখ ইউসুফ অচিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুমনা আক্তার, বহিঃযোগাযোগ সম্পাদক মো. তোহা ইসলাম, পাঠাগার সম্পাদক মো. ইব্রাহিম, আপ্যায়ন, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক এহসানুল হক এহসান, কার্যকরী সদস্য মো. আহসান হাবিব ও ইমতিয়াজ মাহমুদ মনোনিত হয়েছেন। শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি