সেইভ বশেমুরবিপ্রবি চ্যাপ্টারের সেমিনার
প্রকাশিত : ২৩:৩৬, ২০ ডিসেম্বর ২০২০
বিশ্ব মানব সংহতি দিবস-২০২০ উপলক্ষে স্টুডেন্টস এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়ার (সেইভ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) চ্যাপ্টারের আয়োজনে ''কানেকটিং ইয়ুথ উইদিন ডাইভার্সিটি" শীর্ষক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন প্লাটফর্ম জুম আ্যাপের মাধ্যমে রোববার(২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ থেকে রাত ৯টা পর্যন্ত দুইঘন্টা ব্যাপি সেমিনারটিত দেশের ১৫ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২৪ জন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উক্ত সেমিনারটিতে বশেমুরবিপ্রবি চ্যাপ্টারের মডারেটর এমদাদুল হক এবং বশেমুরবিপ্রবি চ্যাপ্টারের কো-প্রেসিডেন্ট শামিমা ইয়াসমিন তরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম মাহবুব। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম এর বাংলাদেশ ও শ্রীলংকার কান্ট্রি কো-অর্ডিনেটর সিলজিয়া প্যাসিলিনা, সেইভের ন্যাশনাল মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম, বশেমুরবিপ্রবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমান, সেইভ বশেমুরবিপ্রবি চ্যাপ্টারের মডারেটর ও প্রভাষক সাদিয়া আফরিনসহ সেইভ এর বিভিন্ন বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সদস্যবৃন্দ।
তিন ধাপে বিভক্ত সেমিনারের প্রথম ধাপে কান্ট্রি কো-অর্ডিনেটর সিলজিয়া প্যাসিলিনা, ন্যাশনাল মডারেটর আইনুল ইসলাম,বশেমুরবিপ্রবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমান, বশেমুরবিপ্রবি চ্যাপ্টার মডারেটর এমদাদুল হক, সাদিয়া আফরিন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় তারা মানবসংহতিতে তরুণদের ভূমিকা, বাংলাদেশের প্রেক্ষাপটে সাম্প্রদায়িক বিভেদে তরুণদের অবস্থান নিয়ে বিশেষ আলোকপাত করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব বলেন, "তরুণদের সঠিক শিক্ষা প্রদান করতে না পারলে তারা বিপথগামী হবে। তাই তরুণদের সঠিক গাইডলাইন প্রদান করতে হবে। সেজন্য পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে যুগোপযোগী ভূমিকা রাখতে হবে এবং রাষ্ট্রকে সঠিক পৃষ্ঠপোষকতা প্রদান করতে হবে। এক্ষেত্রে বুদ্ধিজীবীদেরও কার্যকরী ভূমিকা থাকতে হবে। তরুণদের এগিয়ে আসার মাধ্যমেই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।"
সেমিনারের দ্বিতীয় ধাপে "তরুণদের মধ্যে সংহতিই পারে অসাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়তে" শীর্ষক একটি প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্কের পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহতাব উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহমিনা আক্তার নুপুর, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হায়াতি জান্নাত এবং বিপক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাউদা জামান রিশা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আছিয়া আফরিন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মোঃ শফিকুল আলম অংশগ্রহন করেন।
উক্ত বিতর্কে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পের বিরুদ্ধে তরুণদের ভূমিকা, অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরিতে তরুণ সমাজের ভূমিকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে গঠনমুলক আলোচনা করেন বিতার্কিকেরা।
সেমিনারের শেষ ধাপে "ভয়েজ অব ইয়ুথ অন হিউম্যান সলিডারিটি" শীর্ষক লেখা প্রতিযোগতায় সেইভ এর বশেমুরবিপ্রবি ও চবি চ্যাপ্টার থেকে বাছকইকৃত ছয় জন প্রতিযোগী সংক্ষিপ্ত আকারে তাদের লেখনী উপস্থাপন করেন এবং সবশেষে দুই চ্যাপ্টারে পৃথকভাবে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় ক্যাটগরিতে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
উক্ত লেখা প্রতিযোগীতায় সেইভ চবি চ্যাপ্টারে পর্যায়ক্রমে জান্নাতুল ফেরদৌস সায়মা, সায়েদ মোঃ জাহিদুল ইসলাম এবং জয়িতা বড়ুয়া প্রথম,দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হন। এছাড়া সেইভ বশেমুরবিপ্রবি চ্যাপ্টার থেকে পর্যায়ক্রমে সাফায়েত হোসেন তোহান, সুমাইয়া আফনান নাহিন, এবং যুথি সাহা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হন।
উল্লেখ্য, সেইভ এর বশেমুরবিপ্রবি চ্যাপ্টার এবং মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভ ও আইএফইএস (ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেম) এর পার্টনারশিপে এবং ইউকেএইড এর সহযোগীতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
আরকে//
আরও পড়ুন