ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

জবি শিক্ষার্থীর গোল্ড মেডেল অর্জন

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:২৩, ১৯ জানুয়ারি ২০২১

আন্ত:বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস প্রতিযোগিতায় লং জাম্প এবং ট্রিপল জাম্পে গোল্ড মেডেল পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. হোসাইন মোরাদ। সে ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হোসাইন মোরাদ। এ সময় উপাচার্য তাঁর কৃতিত্বের সম্মান স্বরূপ ব্লেজার প্রদান করেন।

এসময় কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মাদ ও শরীর চর্চা শিক্ষাকেন্দ্রর সহকারী পরিচালক গৌতম কুমার দাস উপস্থিত ছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি