জবির বাংলা বিভাগের ভার্চুয়াল বসন্ত বরণ অনুষ্ঠান
প্রকাশিত : ২২:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২১
"ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত।" প্রতি বছরে ঋতুরাজ বসন্তকে বরণ উপলক্ষে স্বশরীরে নানা রকম অনুষ্ঠান হলেও করোনার কারণে এবারের পরিস্থিতি ভিন্ন হওয়ায় বাংলা বিভাগের ঐতিহ্য ধরে রাখতে ভার্চুয়ালে ’বসন্ত বরণ ১৪২৭’অনুষ্ঠান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ। রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের 'জবিয়ানস' নামের ফেসবুক গ্রুপ থেকে অনুষ্ঠানটির ভিডিও সম্প্রচার করা হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি এ ভার্চুয়াল অনুষ্ঠানের উদ্বোধন করেন।এসময়ে তিনি বলেন,প্রতি বছরের মতো এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বাংলা বিভাগ বসন্ত বরণ অনুষ্ঠান আয়োজন করেছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে জায়গায় অবস্থিত আমাদের বাংলাদেশের লোকজ ও ঐতিহ্যের সাথে এলাকাটির নাড়ীর সম্পর্ক।
তিনি আরো বলেন,আমরা যতবেশি সাংস্কৃতিক অনুষ্ঠান করবো তত মনোজগৎ সমৃদ্ধি হবে। আসলে এই বসন্ত বরণ অনুষ্ঠান বা ঋতু ভিত্তিক অনুষ্ঠান গুলো আমাদের বাঙ্গালী সংস্কৃতির একটা অন্যতম অনুষঙ্গ।বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা তারা বিভিন্ন ঋতুতে বিভিন্ন মাসে যতগুলো অনুষ্ঠান করে তা আমাদের ঐতিহাসিকভাবে অন্তর্ভুক্ত থাকে।বসন্ত উৎসব এমন একটি অনুষ্ঠান যেখানে বয়স,ধর্ম,লিঙ্গ ভেদে সবাই অংশগ্রহণ করতে পারে।
উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.পারভীন আক্তার জেমী-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভিডিও বার্তায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। তিনি বলেন,পহেলা বৈশাখের পর আমার কাছে মনে হয় বসন্ত বরণ দ্বিতীয় প্রাণের উৎসব। বসন্তের আগোমনে নব উদ্যমে জেগে উঠুক বাঙ্গালির প্রান,জেগে উঠুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অন্তরের প্রান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.শামীম আরা।
এছাড়াও উক্ত ভার্চুয়াল বসন্ত বরণ অনুষ্ঠানে বাংলা বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে বসন্তবরণ ১৪২৭ উদযাপন করেন বাংলা বিভাগ।
আরকে//
আরও পড়ুন