বেরোবি’র কন্টিনিউয়াস নম্বর কমানোর কমিটির অনুমোদন
প্রকাশিত : ১৭:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২১
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সেমিস্টার সিস্টেম এ প্রতি বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর ফাইনাল পরীক্ষা ও ৫০ নম্বর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট পরীক্ষার প্রচলিত নিয়ম রয়েছে। এ কন্টিনিউয়াস পরীক্ষার নম্বর ৫০ এর পরিবর্তে ৩০ নম্বর করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
নোটিশে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক সেমিস্টার সিস্টেম সংশোধন পূর্বক আসন্ন শিক্ষাবর্ষ (২০২০-২০২১) থেকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ৫০ নম্বরের পরিবর্তে ৩০ নম্বর (যার মধ্যে ২৫ নম্বর মিডটার্ম পরিক্ষা ও ৫ নম্বর উপস্থিতির ভিত্তিতে) করার বিষয়টি অধিকতর পর্যাচলনাপূর্বক করার সুপারিশ করার জন্য বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড আর এম হাফিজুর রহমান সেলিমকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নোটিশে উক্ত কমিটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে সুপারিশ করার অনুরোধ করা হয়।
কন্টিনিউয়াস পরীক্ষার নম্বর কমানোর কমিটি গঠন হওয়াকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রফ্রন্ট শাখার সভাপতি রিনা মুরমু বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে দীর্ঘদিন ধরে এ কন্টিনিউয়াস নম্বর কমানোর আন্দোলন করে আসছি। যদি কন্টিনিউয়াস নম্বর কমে তাহলে তাহলে নম্বর নিয়ে শিক্ষকদের স্বেচ্ছাচারিতা আর থাকবে না। শিক্ষকরা শিক্ষার্থীদের নম্বর দিয়ে আর জিম্মি রাখতে পারবে না।
আরকে//
আরও পড়ুন