ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

চবিতে ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল

চবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ স্নাতক (সম্মান) শিক্ষাবর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ এপ্রিল। যা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এসএম সালামত উল্ল্যা ভূঁইয়া।

তিনি জানান, পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু ২২ জুন। যার আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ এপ্রিল এবং শেষ হবে ৩০ এপ্রিল। তবে টাকা জমা দেয়া যাবে ২ মে পর্যন্ত।

এছাড়া এবারের ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে ০.৫০ হারে জিপিএ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রশ্নোত্তরের মান এবং জিপিএ নাম্বার পূর্বের ন্যায় বিদ্যমান থাকবে।

জানা যায়, প্রতিবারের মতো এবারও প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কয়েক ধাপে পরীক্ষা হতে পারে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি