ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ইবি প্রেস ক্লাবের আয়োজনে শ্রমজীবী শিশুদের টি-শার্ট বিতরণ

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৮, ১৭ মার্চ ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে শ্রমজীবী শিশুদের টি-শার্ট বিরতণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব। 

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন বঙ্গবন্ধুর ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে পদদেশে ক্যাম্পাস ও পাশ^বর্তী এলাকার শ্রমজীবী শিশুদের মাঝে টি-শার্ট বিরতণ করে সংগঠনটির সদস্যরা। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত প্রেস কর্নারে শিশুদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনাসভা, খাবার ও কেক বিতরণ আয়োজন করে সংগঠনটি।

এ আয়োজন সম্পর্কে সংগঠনটির সভাপতি সরকার মাসুম বলেন, ‘বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। অথচ স্বাধীনতার ৫০ বছর পেরিয়েও আমরা শিশুশ্রম কাটিয়ে উঠতে পারিনি। এটি দুঃখজনক। এ আয়োজনের মধ্যদিয়ে রাষ্ট্র ও সমাজের বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রত্যেকে যদি একজনও শিশুর দায়িত্ব নেন তাহলে দেশে শ্রমজীবী শিশুর সংখ্যা অনেকাংশে কমে আসবে।’

শ্রমজীবী শিশুদের নিয়ে আলোচনাসভায় বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। বক্তব্যে  তিনি বলেন, ‘শিশুরাই আগামী জাতির ভবিষ্যত। তাদের প্রধান কাজ শুধুই লেখাপড়া করা। কিন্তু তারা তা না করে পড়াশোনার পাশাপাশি পরিবারের হাল ধরেছে। ব্যয়ভার বহনে অপারগ হওয়ায় অনেকেই পড়াশোনাই ছেড়ে দিয়েছে। আজকের প্রেসক্লাবের এই আয়োজন সতিই মুগ্ধকর। ’

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রুমি নোমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। এছাড়া দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, কোষাধ্যক্ষ আহসান নাঈম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মাহবুব, কার্যনির্বাহী সদস্য আদিল সরকার, সদস্য আজহারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে শিশুদের মাঝে খাবার ও কেক বিতরণ করা হয়।

প্রেসক্লাবের এ আয়োজন কে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। তিনি বলেন, ‘শ্রমজীবী শিশুদের নিয়ে প্রেসক্লাবের এ আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। সরকারের পাশাপাশি আমরা সকলেই যদি এভাবে এগিয়ে আসি তাহলেই এ পরিস্থির উন্নতি ঘটবে।’

এর আগে সকাল ১১ টার দিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি