ইবিতে ‘অবিনাশী বঙ্গবন্ধু’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত
প্রকাশিত : ২২:৪৯, ১৭ মার্চ ২০২১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে 'অবিনাশী বঙ্গবন্ধু’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ৩ টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুকে কেউ ধ্বংস করতে পারেনি। ৩০৫৩ দিন কারাগারে রেখে পাকিস্তানী সামরিক জান্তারা তাকে ধ্বংস করতে চেয়েছিল কিস্তু পারেনি। বরং তিনি তাঁর কর্ম ও রাজনৈতিক বিচক্ষণতায় হয়ে উঠে ছিলেন অবিনাশী যা পরবর্তীতে বিবিসি’র সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালীর জরীপে কবিগুরু রবীন্দ্রনাথকে পিছনে ফেলে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জীবনের সব পর্যায়ে সব শ্রেনী পেশার মানুষের ভালোবাসা পেয়েছিলেন। তিনি ছিলেন অবিনাশী, চিরন্তন তাকে কখনোই মুছে ফেলা যাবে না।
ওয়েবিনারে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, অবিনাশী বঙ্গবন্ধৃর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বেধে রাখা যায় না, বঙ্গবন্ধু অমর, অজেয় অবিনাশী।সৃষ্ঠিকূলের মানুষ কিংবা প্রাণী সকলেই মরনশীল কিন্তু কিছূ কিছূ মহৎ প্রাণ মানুষ মরে না তাঁরা অমর, অজেয় অবিনাশী।
ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক, ফোকলোরবিদ অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপ-কমিটি-২০২১ এর আহবায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোস্তাফিজুর রহমান।
আরকে//
আরও পড়ুন