ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

খুবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত 

খুবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:৫৫, ১৭ মার্চ ২০২১

আজ ১৭ ই মার্চ ২০২১ বুধবার খুবিতে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে উপাচার্যের পক্ষে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জনের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে ট্রেজারারের নেতৃত্বে একটি শোভাযাত্রা প্রশাসন ভবন থেকে শুরু হয়ে কালজয়ী মুজিব (বঙ্গবন্ধুর ম্যুরাল) প্রাঙ্গণে এসে শেষ হয়।  

এরপর বঙ্গবন্ধুর ম্যুরাল "কালজয়ী মুজিব" এর বেদিতে উপাচার্যের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত),  ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, বিভিন্ন ডিসিপ্লিন, আবাসিক হলসমূহ, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্প অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এ আইন ডিসিপ্লিনের প্রকাশিত দেয়ালিকা "রেসকোর্সে বঙ্গবন্ধু" এর উউদ্বোধন করেন ট্রেজারার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মসজিদ ও মন্দিরে দিবস উপলক্ষে প্রার্থনার আয়োজন করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি