বিসিপিএ এর উদ্যোগে ডকুমেন্টারি প্রদর্শন ও চিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত : ২১:০৯, ২২ মার্চ ২০২১ | আপডেট: ১৯:৫৯, ২৩ মার্চ ২০২১
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ ফটোগ্রাফি এসোসিয়েশনের (বিসিপিএ) আয়োজনে গত ১৭ই মার্চ আয়োজিত হয় আলোকচিত্র প্রতিযোগিতা ও পথে বসবাসকারী শিশুদের নিয়ে শর্ট ডকুমেন্টরি ফিল্ম ‘নবীন চোখে বিশ্ব’।
এতে সেরা দশজন আলোকচিত্রীকে ডিজিটাল সনদ দেওয়ার মাধ্যমে পুরস্কৃত করা হয়। এছাড়াও সেরা ৩ বিজয়ীকে বিসিপিএ এর পরবর্তী ফটোগ্রাফি কর্মশালায় আমন্ত্রণ এবং সম্মানিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন আয়োজকেরা। প্রতিযোগিতাটির বিচারক ছিলেন, প্রখ্যাত স্ট্রিট ও ডকুমেন্টারি ফটোগ্রাফার রাকিবুল আলম খান।
করোনাকালীন পরিস্থিতিতে কলেজ ফটোগ্রাফার শিক্ষার্থীদের ফটোগ্রাফি চর্চাকে সক্রিয় ও বিকশিত করতেই মূলত এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
এছাড়াও জাতীয় শিশু দিবস - ২০২১ উপলক্ষে বিসিপিএ আয়োজিত পথে বসবাসকারী শিশুদের নিয়ে শর্ট ডকুমেন্টরি ফিল্মটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল শত দুঃখ কষ্টের মাঝেও বেড়ে উঠা পথে বসবাসকারী শিশুদের এক বেলার জন্য ভালো সময় কাটানো, তাদের জন্যে ভালো খাবারের ব্যবস্থা করা এবং তাদের জীবনের গল্প সবার সামনে তুলে ধরা।
ডকুমেন্টারিতে সেসব শিশুদের নিত্যজীবনের সমস্যা এবং তাদের স্বপ্ন গুলো তুলে ধরা হয়।
এই আয়োজন প্রসঙ্গে বিসিপিএ এর রিসার্চ ও মনিটরিং কমিটির সদস্য মির্জা ফাহাদ জানান, ‘একটি কলেজ শিক্ষার্থীদের ফটোগ্রাফি প্লাটফর্ম হিসেবে আমাদের সার্বিক দায়িত্ব শিক্ষার্থীদের ফটোগ্রাফি চর্চাকে চলমান রাখা এবং তাদের মানসিক স্বাস্থ্য বিকশিত করা। এছাড়াও বিসিপিএ এর ফটোগ্রাফাররা তাদের কাজের পাশাপাশি ভিন্নধর্মী কোনো উদ্যোগ নেওয়ার ইচ্ছাপোষণ করলে ডকুমেন্টারিটি করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যেই ‘নবীন চোখে বিশ্ব’ প্রজেক্টটি বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব এবং ফটোগ্রাফারদের প্রশংসা কুড়িয়েছে।’
বিসিপিএ এর রিসার্চ ও মনিটরিং কমিটির প্রধান আল ফিশাহার হাদি সৌম্য জানান, ‘আমরা সেরা ফটোগ্রাফারদেরকে বাছাই করে তাদের নিয়ে ভবিষ্যতে আরো প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করেছি।
বিসিপিএ এর ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, ‘খুব শীঘ্রই আমরা আমাদের একমাত্র সিগনেচার ফটোগ্রাফি প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব ‘পিক্সেলেন্স এওয়ার্ড ২.০’ আয়োজন করতে যাচ্ছি। করোনা পরিস্থিতি একটু শিথিল হলেই প্রতিযোগিতাটি আয়োজন করা হবে। এছাড়াও এবছর বিসিপিএ জাতীয় ফটোগ্রাফি সামিট ১.০, সেরা চিত্রগ্রাহকের খোজেসহ আরো কয়েকটি বড় আয়োজন করতে চলেছে বাংলাদেশ কলেজ ফটোগ্রাফি এসোসিয়েশন।’
আরও পড়ুন