ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ঢাবি’র শতবর্ষপূর্তি উপলক্ষে থিম সং আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ২৭ এপ্রিল ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে একটি ‘Theme Song’ তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের নাগরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের থেকে একটি পূর্ণাঙ্গ ‘Theme Song’ আহ্বান করা হচ্ছে।

আজ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ক্ষেত্রে যে কোনো সুরকার, গীতিকার এবং শিল্পী সম্মিলিতভাবে অথবা যে কেউ এককভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ‘Theme Song’ এর মধ্যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য, ইতিহাস এবং সমাজে ও দেশে অবদানের বিষয় উল্লেখ বা আভাস থাকতে হবে।

‘থিম সং’ আগামী ৩১ মে’র মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস, প্রশাসন-৩ শাখায় (reg.admin3@du.ac.bd) জমা দিতে হবে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি