ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

৩১ জুলাই বশেমুরবিপ্রবিতে পালিত হবে `বাংলাদেশ মার্কেটিং ডে`

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ 

প্রকাশিত : ১৭:২৬, ৩০ জুলাই ২০২১

'বাংলাদেশ মার্কেটিং ডে' উদযাপনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে 'মহামারী পরবর্তী বিপণন' শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (৩১ জুলাই) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন, মো: আলআমিন, ইসরাত জাহানের সমন্বয়ে উপাচার্য প্রফেসর ড.এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান। মূল বক্তা হিসাবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো: শাহ আজম এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন বশেমুরবিপ্রবির মার্কেটিং বিভাগের সভাপতি তাপস বালা।

 এছাড়া এতে বক্তা হিসাবে উপস্থিত থাকবেন নগদ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শেখ আমিনুর রহমান,স্টার্ট আপ এনথোসিয়াস্ট ড. সায়েম হোসেন, রবি আজিয়াটা লিমিটেডের অরগানাইজেশন চেঞ্জ এন্ড এম্প্লোয়ি এক্সপেরিয়েন্স হিউম্যান রিসোর্সের ভাইস প্রেসিডেন্ট সাবিন রহমান, মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের এজিএম মো. হোসেন শাহ নেওয়াজ।

ওয়োবিনারের বিষয়ে মার্কেটিং বিভাগের সভাপতি তাপস বালা বলেন, “প্রায় দুই বছর যাবৎ করোনার প্রাদুর্ভাব চলছে। এই করোনাকালীন সময়ের পরে অর্থাৎ পোস্ট কোভিড সিচুয়েশনে মার্কেটিং সেক্টরে কি কি চ্যালেঞ্জ আসতে পারে এবং এসকল চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করতে হবে সেই বিষয়েই মূলত ওয়েবিনারে আলোচনা করা হবে।”

প্রসঙ্গত, বাংলাদেশে চার বছর যাবৎ মার্কেটিং ডে উদযাপিত হচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি