ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

স্ট্যামফোর্ডে ‘কোভিড ডায়েরিজ’ দ্বিতীয় খণ্ড অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ১০ আগস্ট ২০২১ | আপডেট: ১২:৪৭, ১০ আগস্ট ২০২১

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে অনলাইন চিত্র প্রদর্শনী 'কোভিড ডায়েরিজ’-এর দ্বিতীয় খণ্ড অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট থেকে শুরু হয়ে প্রদর্শনী চলে ৮ আগস্ট পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী নকী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান কাজী আবদুল মান্নান ও অন্যান্য শিক্ষকমণ্ডলী। এ সময় শিক্ষার্থীদের কোভিড পরিস্থিতিতে সচেতন থেকে কাজ করার উৎসাহ প্রদান করেন শিক্ষকরা।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থীদের তোলা ও আঁকা অসংখ্য ছবি থেকে ৩৬টি ছবি ও দুটি ফটোস্টোরি প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়। এর মধ্যে কয়েকটি চিত্র নিচে প্রদর্শিত হলো-

চিত্র-২

চিত্র-৩

চিত্র-৪

চিত্র-৫

এর আগে ২০২০ সালের ২১ আগস্ট থেকে ২৭ আগস্ট ‘কোভিড ডায়েরিজ’ শিরোনামে প্রথম অনলাইন চিত্র প্রদর্শনীর আয়োজন করে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থীরা। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি