চবিতে চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ে জাতীয় কনফারেন্স
প্রকাশিত : ১৩:২১, ১৬ সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের আওতাধীন ব্যুরো অব বিজনেস রিসার্চ কর্তৃক চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ক দুদিন ব্যাপী ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার। কনফারেন্সের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাথে এক অনলাইন প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন জাতীয় কনফারেন্স কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
উক্ত কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামতউল্লাহ ভূঁইয়া এবং অনুষদের শিক্ষক প্রফেসর ড. সুলতান আহমেদ।
কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন খ্যাতিমান কর্পোরেট নির্বাহী রবি অক্সিয়াটা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ।
উক্ত অধিবেশনে সভাপতিত্ব করবেন ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, স্বাগত বক্তব্য রাখবেন কনফারেন্সে কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং অধিবেশনটির উপস্থাপনায় থাকবেন ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক প্রফেসর ড. এস এম শোহরাব উদ্দিন।
কনফারেন্সের দ্বিতীয় দিন ১০টি সমান্তরাল সেশনে প্রায় অর্ধশতাধিক প্রবন্ধ উপস্থাপিত হবে।
উক্ত কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, গবেষক, শিল্পোদ্যোক্তা, কর্পোরেট নির্বাহী এবং শিক্ষার্থীরা সংযুক্ত থাকবেন। আয়োজিত কনফারেন্সটির সার্বিক সহযোগিতায় রয়েছেন চিটাগাং ইউনিভার্সিটি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) এবং হেইডালবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।
উল্লেখ্য, কনফারেন্সটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেইসবুক পেইজের লাইভ স্ট্রিমের (http://www.facebook.com/ictcu) মাধ্যমে প্রচার করা হবে।
এএইচ/
আরও পড়ুন