১৮ মাস পর খুলেছে ইবির হল
প্রকাশিত : ১২:০০, ৯ অক্টোবর ২০২১
দীর্ঘ ১৮ মাস পর খুলে দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলগুলো। শনিবার সকাল ১০টা থেকে আবাসিক কার্ড ও করোনার অন্তত এক ডোজ টিকা নেওয়ার সনদ দেখিয়ে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে গত ৪ অক্টোবর জরুরি সিন্ডিকেট সভায় ইবির হলগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হলে উঠতে উচ্ছ্বসিত অনেক শিক্ষার্থী শুক্রবার নিজ নিজ রুম পরিস্কার করেছেন।
এদিকে, ইবির শিক্ষার্থীদের বরণ করতে নানা আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের একটি করে মাস্ক ও ফুল দিয়ে বরণ করতে আটটি হল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম। এ ছাড়া বিভিন্ন হল নিজ উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, কলম, সাপের উপদ্রব ঠেকাতে কার্বলিক এসিডসহ নানা উপকরণ বিতরণ করবে। তবে গণরুম বন্ধই থাকছে। এতে বিপাকে পড়েছেন ১২ শতাধিক শিক্ষার্থী।
এসএ/
আরও পড়ুন