ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পূরণ করতে হবে যেসব শর্ত 

ববি সংবাদদাতা

প্রকাশিত : ১১:৩০, ১৬ অক্টোবর ২০২১

জিএসটি গুচ্ছ পদ্ধতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সম্মান শ্রেণীতে ভর্তি হতে শর্তাবলী প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক শর্ত পূরণ করতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ শর্তাবলী প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এ’ ইউনিটভুক্ত (বিজ্ঞান) বিষয়গুলোতে ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে সর্বনিম্ন ৬ নম্বর পেতে হবে। গণিত, পরিসংখ্যান, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হতে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়টি থাকতে হবে। এছাড়া বায়োকেমিস্ট্রি বিভাগে ভর্তিতে একই শর্ত যুক্ত করা হয়েছে। এ ইউনিটে ২টি অনুষদের অধীনে মোট ১০টি বিভাগে ভর্তি নেবে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‘বি’ ইউনিটভুক্ত (মানবিক) বাংলা বিভাগে ভর্তি হতে ১২, ইংরেজি বিভাগে ১৪ নম্বর পেতে হবে। এছাড়া অর্থনীতিতে ভর্তি হতে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অর্থনীতি বা গণিত বিষয়টি থাকা বাধ্যতামূলক। তবে এ ইউনিটভুক্ত অন্যান্য বিভাগে ভর্তি হবার ক্ষেত্রে কোনো শর্ত রাখা হয়নি। এ বছর বি ইউনিটে ৩টি অনুষদের অধীনে মোট ১০টি বিভাগে ভর্তি নেবে কর্তৃপক্ষ।

তবে ‘সি’ ইউনিটভুক্ত বিজনেস স্ট্যাডিজ বিষয়ে ভর্তিতে শর্ত নেই। তবে শাখা পরিবর্তনের ক্ষেত্রে সি ইউনিটের বিষয় পেতে হলে ‘এ’ ও ‘বি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক ও সমমানে উচ্চতর গণিত বা পরিসংখ্যান অথবা অর্থনীতি থাকতে হবে। এবছর বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে মোট ৪টি বিষয়ে ভর্তি নেবে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে মোট আসন সংখ্যা ১ হাজার ৪৪০টি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি