ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

গবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন

গবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:৪৩, ১৪ ডিসেম্বর ২০২১

অধ্যাপক ড. মো. আবুল হোসেন

অধ্যাপক ড. মো. আবুল হোসেন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবুল হোসেন। ৪ বছর মেয়াদে দায়িত্বপ্রাপ্ত নতুন উপ-উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।

এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭-এর ৩৪(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আবুল হোসেনকে ৪ বছর মেয়াদে গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও বলা হয়, তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

বিশ্ববিদ্যালয়ে বৈধ উপচার্য নিয়োগের দাবিতে ২০১৯ সালে ১৬ এপ্রিল থেকে দীর্ঘ ৬৮ দিন ধরে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে ট্রাস্টি বোর্ডের আশ্বাসে পুনরায় ক্লাসে ফিরে তারা। 

ইউজিসির কাছে ৪ সদস্যের উপ-উপাচার্যের প্যানেল পাঠালে রাষ্ট্রপতি কর্তৃক এ নিয়োগ পায় বিশ্ববিদ্যালয়টি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি