ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৬, ১৪ ডিসেম্বর ২০২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) এ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের নেতৃত্বে শোক পদযাত্রা, নোবিপ্রবি কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ৩০ লক্ষ শহিদের মহান আত্মত্যাগের বিনিময়ে এ স্বাধীন বাংলাদেশ। অশুভ শক্তি এখনো ছোবল মারার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। হানাদারদের দোসররা চেয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে এদেশকে মেধাশূন্য করতে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমাদের প্রত্যাশা, পালিয়ে থাকা খুনিদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে তবেই জাতি ঋণমুক্ত হবে। 

নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকীর সভাপতিত্ব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মাজনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন।

এ সময় অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, দপ্তরসমূহের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নোবিপ্রবি শিক্ষক সমিতি, নোবিপ্রবি নীলদল, বিভিন্ন হল ও সংগঠনসমূহের পক্ষ হতে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর আগে ১৩ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে নিষ্প্রদীপ মহড়া, মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ধারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি