ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

বিজয় দিবসের আলোচনায় বিএসপিইউএ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ২০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১১:৫১, ২০ ডিসেম্বর ২০২১

মহান বিজয় দিবসের ৫০ বছর উদযাপনের উপর অনলাইনে এক আলোচনা অনুষ্ঠান করেছে বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)।

রবিবার, ১৯ ডিসেম্বার সন্ধ্যা ৬টায় অনলাইনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য এবং বিএসপিইউএ প্রধান উপদেষ্টা অধ্যাপক সাজ্জাদ হোসেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর উপাচার্য এবং বিএসপিইউএ- এর উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মিসেস হোসনে আরা বেগম, শহীদ বুদ্ধিজীবী লতাফত হোসেনের পত্নী এবং অধ্যাপক মোহাম্মদ সারওয়ার মোরশেদ, বিভাগীয় প্রধান, মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসপিইউ-এর সভাপতি এবং ইউআইইউ এর প্রফেসর ও এমবিএ এবং এমআইএইচআরএম এর ডিরেক্টর ফরিদ আহমদ সোবহানী। 

অনুষ্ঠানে পল্লীকবি জসীমউদ্দিনের ‘দগ্ধগ্রাম’ আবৃত্তি করেন বিএসপিইউ-এর সেক্রেটারি অব মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, বিশিষ্ট আবৃত্তিকার এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সহযোগী অধ্যাপক এবং বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ এমদাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিইউএ-এর সভাপতি এবং ইউআইইউ’র প্রফেসর ও এমবিএ ও এমআইএইচআরএম এর ডিরেক্টর ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পরিচালনায় ছিলেন বিএসপিইউ-এর সোসাল ওয়েলফেয়ার সেক্রেটারি সালেহ মো. আরমান, সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ, ইউনিভার্সিটি অব স্কলার্স। মহান বিজয় দিবসের এই আলোচনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন অতিথি ভারচুয়ালি উপস্থিত ছিলেন।  

প্রায় ২ ঘণ্টাব্যাপি এই আলোচনায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যাবার ব্যাপারে তরুণ প্রজন্মকে দিকনির্দেশনা দেন এবং শিক্ষক সমাজকে এই ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান। দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে নিয়ে যাবার জন্য বিএসপিইউএকে অগ্রণী ভূমিকা পালনের জন্য মানসম্মত শিক্ষা এবং শিক্ষার্থীর সার্বিক উন্নয়নে এগিয়ে আসার অনুরোধ জানান।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি