ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪

হাবিপ্রবিতে স্নাতক ভর্তির মেধাতালিকা প্রকাশ

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৫, ২৬ ডিসেম্বর ২০২১

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান এই তালিকা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক-২০২১ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তিচ্ছুরা এ তালিকা দেখতে পারবেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। হাবিপ্রবির ৮টি অনুষদের মোট ২৩টি ডিগ্রিতে ভর্তির জন্য ১ হাজার ৬৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ভর্তিচ্ছুরা।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেধাতালিকায় উত্তীর্ণ ব্যাচেলর অব আর্কিটেকচারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ড্রয়িং পরীক্ষা আগামী ২ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অপেক্ষমান তালিকাভুক্ত কোটায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাতকার আগামী ৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি