ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

গবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৬, ৯ মার্চ ২০২২

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় মোট ১৪টি বিভাগ অংশগ্রহণ করেছে। বিভাগগুলো হলো- রাজনীতি ও প্রশাসন, মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিল ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, বাংলা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, আইন, ফিজিওথেরাপি, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস, ফার্মেসি, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম, সিএসই ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ফলিত গণিত বিভাগ।

উদ্বোধনী পর্বে সমাজবিজ্ঞান বিভাগ এবং আইন বিভাগের (ছেলে) ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। এতে, আইন বিভাগ দুই সেটেই ২৫-২০ ব্যবধানে জয়লাভ করে।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ পর্যন্ত আন্তঃবিভাগ টুর্নামেন্টটি চলবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি