খুবির বঙ্গমাতা হলের নতুন ব্লকের উদ্বোধন
প্রকাশিত : ১৬:৩০, ২৬ মার্চ ২০২২
খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পার্শ্ব ও ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ৫ম ও ৬ষ্ঠ তলার দক্ষিণ ব্লকের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই নতুন ব্লকের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
উদ্বোধনের পর সম্প্রসারিত ব্লকের কয়েকটি কক্ষ ঘুরে দেখেন তিনি।
উপাচার্য বলেন, এই ব্লকের মাধ্যমে ১৪৪ জন ছাত্রীর নতুন করে আবাসিক সুবিধা বৃদ্ধি পেলো। আরও একটি ব্লক (উত্তর) নির্মাণাধীন রয়েছে। এটির কাজ শেষ হলে আরও প্রায় সাড়ে ৪শ’ শিক্ষার্থীর আবাসিক সুবিধা বাড়বে। এটি চলতি বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং হলের প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগমসহ সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্টবৃন্দ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ/
আরও পড়ুন