মাদক-জঙ্গিবাদ প্রতিরোধে ববিতে মতবিনিময় সভা
প্রকাশিত : ১৫:৩৩, ৩ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:৩৪, ৩ এপ্রিল ২০২২
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাদক, জঙ্গিবাদ, গুজব, সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৩ এপ্রিল) সকাল ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া, ববির ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস ও সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান।
সভায় বক্তারা শিক্ষার্থীদের উপরোক্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের সময়ের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোহাম্মদ মাহফুজ আলম, সহকারী প্রক্টর সানবিন ইসলাম, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের প্রত্যেক ব্যাচের ২ জন করে সিআর (ক্লাস রিপ্রেজেনটেটিভ) উপস্থিত ছিলেন।
এএইচ/
আরও পড়ুন