ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

জাবিতে ২৩ মে থেকে প্রথমবর্ষের সশরীরে ক্লাস

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৬, ২৫ এপ্রিল ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস আগামী ২৩ মে থেকে শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে হল প্রভোস্টদের নিয়ে আসন বণ্টন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘হলে সিট সংকটের কারণে ৫০তম ব্যাচ শুরু থেকেই অনলাইনে ক্লাস করছে এবং তাদের কোন হল এলটমেন্ট দেওয়া হয়নি। তবে অতি দ্রুত তাদের হল এলটমেন্ট দিয়ে দেওয়া হবে এবং আগামী ২৩ মে থেকে তাদের সশরীরে ক্লাস শুরু হবে।’

এর আগে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৭-২২ মে পর্যন্ত তাদের অনলাইনে ক্লাস হবে।

৫০তম ব্যাচের সব শিক্ষার্থীকে হলে রাখার ব্যবস্থা করা হবে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিট সংকটের কারণে সব শিক্ষার্থীকে হলে রাখা সম্ভব নয়। শুধুমাত্র যাদের একেবারেই আবাসনের কোন ব্যবস্থা নেই এবং আর্থিকভাবে অস্বচ্ছল তাদেরকে সংশ্লিষ্ট হল প্রভোস্টের সুপারিশে থাকার ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যারা ঢাকা ও তার আশেপাশে থাকে তাদের আপাতত হলে উঠানো হবে না। তাদের যাতায়াতের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে নতুন হলগুলো উদ্ভোধন করা হলে তাদের হলে রাখার ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য, গত ৯ মার্চ থেকে ৫০তম ব্যাচের শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান শুরু হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি