হতাহতদের সেবা দিতে চমেক হাসপাতালে কুবি রোভার দল
প্রকাশিত : ১১:৫৮, ৬ জুন ২০২২ | আপডেট: ১১:৫৯, ৬ জুন ২০২২
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিটের চার সদস্যের একটি দল।
রোববার রাত সাড়ে তিনটায় চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেন তারা।
এই দলে রয়েছেন সিনিয়র রোভারমেট আব্দুর রহমান, গার্ল ইন সিনিয়র রোভারমেট সুবাহ্ ইয়াসমিন বন্যা, রোভার সদস্য মোঃ হাছান ও মোঃ এমরান।
রোভারমেট আব্দুর রহমান বলেন, “রোভার স্কাউটের মূলমন্ত্রই হচ্ছে সেবা। দেশের এই প্রয়োজনে সেবার মানসিকতা নিয়ে কুবি রোভার স্কাউট টিম চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এসেছে। এই কাজ করতে পেরে নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে।”
রোভার স্কাউটের মূলমন্ত্রই ‘সেবা’ ধারণ করে বিভিন্ন সময় সেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত করছে রোভার স্কাউটের সদস্যরা।
এএইচ
আরও পড়ুন