ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

শুরু হচ্ছে প্রথম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৮, ৮ জুন ২০২২

সম্পূর্ণ গণ অর্থায়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১ম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব-২০২২’। আগামী ১০-১২ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক তিনটি সংগঠন জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি ও চলচ্চিত্র আন্দোলনের সম্মিলিত প্রয়াসে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এই উৎসবে থাকছে দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান, আজীবন সম্মাননা প্রদান, ডিরেক্টরস টক ও চলচ্চিত্র নির্মাণের গুরুত্বপূর্ণ ৪টি বিষয়ের ওপর ওয়ার্কশপসহ নানা আয়োজন। 

চলচ্চিত্র উৎসবের সার্বিক সহযোগিতায় থাকছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র।

‘১ম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব’র পরিচালক অধ্যাপক ড. মানস চৌধুরী বলেন, “গণচাঁদা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অনুশীলিত একটা চর্চা ছিল। হয়তো বামপন্থী ও সাংস্কৃতিক সংগঠনের বেলায় তৎপরতাটা বেশি ছিল, কিন্তু এমনকি সরকারি সংগঠনগুলোতে এই অভ্যাস ছিল। ’৮০ ও ৯০ দশকের ক্যাম্পাসে এগুলো খুব সাধারণ বৈশিষ্ট্য ছিল। পরের দিকে স্পন্সরশিপের বিষয়টা এমন জায়গায় গেছে যে একটা আবৃত্তি অনুষ্ঠানের আগেও ‘চাচা জর্দা' ধরনের বিশেষণমালা যোগ হতে শুরু করেছিল।”

তিনি আরও বলেন, “এবারের আয়োজকেরা এর থেকে পরিত্রাণ চেয়েছেন। এর কারণ হলো সর্বত্র পণ্য-উৎপাদকদের লোগো ব্যবহারের পরিস্থিতি থেকে নিজেদের বাঁচানো এবং পুরান বহু-অংশিদারিত্বের চর্চাকে ফিরিয়ে আনার চেষ্টা। টাকাটা খুব সামান্য যদি আমরা জাতীয় পর্যায়ের নানান খাতের দিকে তাকাই। এত সামান্য যে কোনো কোনো সংগঠক শুনলে কৌতুক বোধ করতে পারে। কিন্তু সত্যিই এটা জোগাড় করতে আমাদের কঠিন বেগ পেতে হয়েছে; এখনো হচ্ছে। কিন্তু চেষ্টাটা করতে পেরে আমরা খুশি।”

অধ্যাপক ড. মানস চৌধুরী বলেন, “উৎসবকে উছিলা করে যদি নানান মানুষ নানান দৃশ্যমাধ্যমে ও দৃশ্যপ্রস্তাবে নানান গল্প হাজির করার অনুপ্রেরণা পান, সেটা দারুণ ব্যাপার হবে। কিন্তু দৃশ্যের উৎপাদন যে হারে বেড়েছে, আপনার গল্পটা বলতে পারাই কেবল নয়, তা শোনাতে-দেখাতে পারাও কঠিন এক চ্যালেঞ্জ। উৎসব পরিচালক হিসাবে দৃশ্যস্ফীতির মধ্যে গল্পের অদৃশ্য হতে থাকার বাস্তবতা আরেকবার অনুভব করছি।”

১০ জুন সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ‘১ম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব-২০২২’। এরপর সকাল ১০টায় থাকছে প্রযোজনার উপর ওয়ার্কশপ ‘প্রডিউসিং উইথ আরিফুর রহমান’ এবং দুপুর ২টায় সিনেমাটোগ্রাফির উপর ওয়ার্কশপ নিবেন আয়নাবাজি চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার রাশেদ জামান।

মধ্যাহ্ন বিরতির পর থেকে থাকছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। বিকেল সাড়ে চারটায় দেখানো হবে ‘চন্দ্রাবতী কথা’, সন্ধ্যা ৭টায় ‘অলাতচক্র’।

উৎসবের ২য় দিন ১১ জুন সকাল ১০টায় সাউন্ড ডিজাইনিং উইথ হারুন অর রশিদ শীর্ষক ওয়ার্কশপের মধ্য দিয়ে শুরু হবে। এরপর দুপুর ১টায় স্ক্রিপ্ট রাইটিংয়ের উপর ওয়ার্কশপ নিবেন 'শ্রেষ্ঠ চিত্রনাট্যকার' জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্যকার নুরুল আলম আতিক।

এছাড়াও হালের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘শাটিকাপ’র পরিচালক তৌকির ইসলামের সাথে বিকেল সাড়ে পাঁচটায় থাকছে ডিরেক্টর'স টক।

২য় দিনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীতে বিকেল সাড়ে তিনটায় থাকছে ‘নোনা জলের কাব্য’ ও সন্ধ্যা ৭টায় ‘রেহানা মরিয়ম নূর’।

উৎসবের তৃতীয় দিন ১২ জুন দুপুর ২টা থেকে থাকছে নির্বাচিত শর্ট ফিল্ম প্রদর্শনী। যেখানে ২০টি দেশ থেকে ১৫০ এর অধিক চলচ্চিত্রের মধ্য দিয়ে ২৫টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে।
 
শেষ দিন বিকেল সাড়ে ৫টায় মিট দ্যা আর্টিস্ট সেগমেন্টে থাকছেন জনপ্রিয় অভিনেতা ও শিক্ষক মনোজ প্রামাণিক। সন্ধ্যা সাড়ে ৭টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে ১ম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসবের। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি