গাছের কাঁঠাল খাওয়ায় নোবিপ্রবির ২ শিক্ষার্থীকে শোকজ
প্রকাশিত : ১২:৫৮, ২৮ জুন ২০২২
হলের গাছের কাঁঠাল খাওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলের দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ।
সোমবার (২৮ জুন) হলের প্রভোস্ট ড. গাজী মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে হল প্রভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রীদের শোকজ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুন সকাল ১০টার দিকে হলের অভ্যন্তরের কাঁঠাল গাছ থেকে বিনা অনুমতিতে কাঁঠাল ছিঁড়ে নিয়ে যাওয়া হয়। এর আগেও গাছ থেকে কাঁঠাল, কামরাঙ্গা, পেয়ারা হারিয়ে গেছে। কিন্তু কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাছে ওঠে কাঁঠাল পারার সময় পড়ে বড় ধরনের দুর্ঘটনা কিংবা জীবননাশেরও আশঙ্কা ছিল। এতে বিশ্ববিদ্যালয় কিংবা হল কর্তৃপক্ষ বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারত। এ ঘটনার ব্যাখ্যা হল অফিসে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
এদিকে, এমন নোটিশে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, ছাত্রীদের হলের কাঁঠাল ছাত্রীরা ছেয়েছে। হলের স্টাফরাও তো অফিসে বসে খায়, তার ব্যাখা যাওয়া হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক ১১তম ব্যাচের আরেক শিক্ষার্থী বলেন, হলের গাছের কাঁঠাল কেনো পুরো ক্যাম্পাসের যত ফলমূলের গাছ আছে সব কিছুতে শিক্ষার্থীদের একটা অধিকার রয়েছে। তা খেলে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে কেন?
বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ ড. গাজী মো. মহসিন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করতে হয়। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়িত্ব আমাদেরই নিতে হয়। প্রচলিত আইন অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এএইচ
আরও পড়ুন