ঢাকা, শনিবার   ০৬ জুলাই ২০২৪

জাবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে অর্ণব-অমর্ত্য

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফারুক ইমতিয়াজ অর্ণবকে সভাপতি এবং প্রত্নতত্ত্ব বিভাগের অমর্ত্য রায়কে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাতে ছাত্র ইউনিয়নের ৩১তম কাউন্সিল অধিবেশন শেষে কমিটির ঘোষণা দেন বিদায়ী সভাপতি রাকিবুল রনি। 

২৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি তুষার ধর, ফাহিম মুকাররব ও নুসরাত তুবা; সহ-সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি; সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ; কোষাধ্যক্ষ এ এস সৈকত; দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান হৃদয়; শিক্ষা ও গবেষণা সম্পাদক রাবেয়া বসরী তাপস্বী; প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশাদ উল সাবেরিন; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান রাব্বী; স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অর্ণব আদিত্য রাহী; সাংস্কৃতিক সম্পাদক আশফার রহমান নবীন; ক্রীড়া সম্পাদক নাবিলা খায়ের; সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া মুন। 

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন রাকিবুল রনি, তাসবিবুল গনি নিলয়, রিফাত খান অনিক, সিয়াম করিম, সীমান্ত বর্ধণ, ওমর স্বাধীন, ঐন্দ্রিলা মজুমদার অর্ণা, রাগীব নিহাল তন্ময় ও মাহিসুন রাশতি। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন কমিটির সভাপতি ফারুক ইমতিয়াজ অর্ণব বলেন, “এবারের কমিটির লক্ষ্য থাকবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যান ও শিক্ষা গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করা। এছাড়াও সম-সাময়িক যেকোন অন্যায়-অসঙ্গতি নিয়ে ছাত্র ইউনিয়ন সর্বদা সোচ্চার থাকবে।”

সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, “বিশ্ববিদ্যালয়ের কোন একাডেমিক মাস্টারপ্ল্যান নেই, শিক্ষকরা যে ক্লাস নেন তাদের মূল্যায়ন করার কোন ব্যবস্থা নেই, যে গবেষণাগুলো হচ্ছে এগুলো মানসম্মত হচ্ছে কিনা এ নিয়েও কোন নজরদারি নেই। এই বিষয়গুলো নিয়ে কাজ করার আশা রাখছি।”

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি