ঢাকা, মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪

প্রথমবার নারী উপাচার্য পাচ্ছে রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২২

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. সেলিনা আখতার। 

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে চার বছর মেয়াদের জন্য রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাম্মদ রোখসানা বেগম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে তাকে বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার শর্তে চার বছরের জন্য এই নিয়োগ দেয়ার কথা জানানো হয়।

প্রথম ভিসির অবসরের ৭ মাসের মাথায় নতুন ভিসি পেতে যাচ্ছে রাবিপ্রবি। এই প্রথম রাবিপ্রবিতে নারী ভিসি হিসেবে যোগদান করতে যাচ্ছেন ড. সেলিনা আখতার।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি