ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ইবির বায়োটেকনোলজি বিভাগের নতুন সভাপতি ড. নাজমুল

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:১২, ২ নভেম্বর ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এ.কে.এম নাজমুল হুদা। আগামী ৩ বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের স্থলাভিষিক্ত হলেন তিনি। বিভাগের ১২তম সভাপতি হিসেবে ড. নাজমুল হুদা দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১ নভেম্বর)  বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতির কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উক্ত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু হেনা মোস্তফা জামাল, অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক, অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, অধ্যাপক ড. মো. খসরুল আলম, অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক ড. হোসেন মোহাম্মদ ফারুকী, সহযোগী অধ্যাপক ড. অঞ্জনা পারভীন, সহকারী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম’সহ অন্যান্যরা।

অধ্যাপক ড. এ.কে.এম নাজমুল হুদা বলেন, “বিভাগকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পালাক্রমে সকলকে দায়িত্ব পালন করতে হয়। সেই হিসেবে প্রশাসন আমাকে দায়িত্ব দিয়েছে। দায়িত্ব যথাযথভাবে পালন করতে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সকলের সহযোগিতা কামনা করছি।”

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি