ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ডিজিটালের প্রধান উপাদান হচ্ছে তথ্যকে খুলে দেওয়া: ইবি উপ-উপাচার্য

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৭, ১৩ নভেম্বর ২০২২

ইবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেছেন, ডিজিটাল বাংলাদেশের প্রধান উপাদান হচ্ছে তথ্যকে খুলে দেওয়া। আর এই তথ্য প্রবাহ যেন কোন চ্যানেলে বাধাগ্রস্ত না হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও সর্বত্র তথ্য প্রবাহ কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, “যে কোন জায়গায় আমার কোন প্রশ্ন, কোন জিজ্ঞাসা, কোন অনুসন্ধান যা আমি স্বাধীনভাবে করতে পারি। এটা নিশ্চিত করতে হলে প্রথমে আমাকে মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। যে কোন ধরনের তথ্য চাওয়ার ও পাওয়ার অধিকার আমরা রাখি। কিন্তু তথ্য সংরক্ষণ করার নিশ্চয়তাও আমাদের থাকতে হবে। একটা ভুল সিদ্ধান্ত যেন দেশকে বিপদে না ফেলে সেজন্য আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।”
 
শনিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস র‌্যালীটি বের করে। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে শেষ হয়।

এসময় র‍্যালীতে উপস্থিত ছিলেন উপ-উপচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভুইঁয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস প্রধান, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

র‍্যালীর সমাপনী বক্তব্যে ড. আমানুর রহমান বলেন, সরকার একটি আইন পাস করেছেন তথ্য অধিকার আইন। প্রধানমন্ত্রীর এই তথ্য আইন নিশ্চিত করবো আমরা। আশা করছি, আমাদের অবাধ তথ্য নিশ্চিত হবে এবং তথ্যের জট কমে যাবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি