প্রথম মেধা তালিকার ভর্তি শেষে ববিতে আসন ফাঁকা ৭৩১টি
প্রকাশিত : ০৯:১০, ১৪ নভেম্বর ২০২২
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতকে প্রথম মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে। এতে ১ হাজার ৪৯০টি আসনের বিপরীতে আসন ফাঁকা রয়েছে ৭৩১টি।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল।
তিনি জানান, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৭৫৯ জন। এখনও আসন ফাঁকা রয়েছে ৭৩১টি। ‘এ’ ইউনিটে ভর্তি হয়েছেন ৩৮৬, ‘বি’ ইউনিটে ২২২ এবং ‘সি’ ইউনিটে ১৫১ জন শিক্ষার্থী।
‘এ’ ইউনিটে আসন ফাঁকা আছে ৩৬৪টি, ‘বি’ ইউনিটে ১৯৯টি এবং ‘সি’ ইউনিটে ১৬৮টি আসন।
পরবর্তী মেধা তালিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আগামী ১৫-১৬ নভেম্বর এটি প্রকাশিত হবে ৷ সেক্ষেত্রে ১৮ নভেম্বর থেকে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি কার্যক্রম শুরু হবে ৷
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ চলে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, শূন্য আসন, ভর্তিসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (http://bu.ac.bd) থেকে জানা যাবে।
এএইচ
আরও পড়ুন