ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার আঁকা প্রতিযোগিতা

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৮, ১৫ নভেম্বর ২০২২

বাঙালিত্ব ও মুক্তিযুদ্ধের বিজয়গাথা সম্পর্কে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চারুকলা বিভাগ আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে হাতে আঁকা ও বাঁধাইহীনভাবে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাঙালি, মুক্তিযুদ্ধ এবং বীরগাথা বিষয়ে পোস্টার হাতে আঁকতে হবে। প্রথম পুরস্কার ২৫ হাজার টাকাসহ মোট ছয়টি পুরস্কার দেওয়া হবে। ছবির পরিমাপ হবে ৩০"×২০" এবং প্রদর্শনী চলবে ১৫-২১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণের নীতিমালা ও আবেদন ফর্ম নিচের লিংক https://jnu.ac.bd/forms/ জানা যাবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি