ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

৮ দফা দাবিতে নোবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২৩

৭২ ঘন্টার মধ্যে বর্তমান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে অব্যাহতি প্রদান, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী পদে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্টার নিয়োগসহ ৮ দফা দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মবিরতি ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে কর্মকর্তা-কর্মচারীরা। তবে কর্মবিরতির আওতামুক্ত ছিলো বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা, শ্রেণি পরীক্ষায় সহায়তাকারিরা এবং লাইব্রেরি রিডিং কক্ষের দায়িত্বরাতরা।

বিশ^বিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীর সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ, বিশ্ববিদ্যাললয়ের হিসাব পরিচালক সাইদুর রহমান, উপ-রেজিস্ট্রার তারেক রাশেদ উদ্দিন, সহকারি রেজিস্ট্রার ইবনে ওয়াজেদ ইমন সহ অনান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

বক্তারা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি