ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

খুলনা বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের কর্মশালা শুরু

খুবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং কর্মশালা। 

রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে এই কর্মশালা শুরু হয়। বিভিন্নভাগে চলবে আগামী ৫ দিন। 

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। 

এসময়ে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেই বিশ্ববিদ্যালয় যেখানে জানুয়ারির এক তারিখে ক্লাস শুরু হয়, নেই কোন সেশনজট, নেই কোন ছাত্র রাজনীতির হানাহানি। তিনি দেশ গড়ার আত্ন প্রত্যয়ে যেসব শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদেরকে স্বাগতম এবং তাদেরকে মোটিভ লার্ন, লিড, লিভ অনুযায়ী চলার নির্দেশ দেন উপাচার্য।

শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন শেষ করে সমাজ ও দেশে নেতৃত্ব দিতে অগ্রণী ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপস্থিত ছিলেন বিশ্বদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি নবাগত শিক্ষার্থীদের খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান এবং বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে তুমি নিজেকে বিশ্বসেরা হিসেবে গড়ে তুলতে পারবে, আবার নিজেকে একেবারে ধ্বংসও করে দিতে পারবে। আশা করি, তোমরা আগামী দিনে দেশ গড়ার অনন্য কারিগর হিসেবে ভূমিকা রাখবে৷ 

এসময় উপাচার্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম প্রণীত ওবিই (আউটকাম বেজড এডুকেশন) কারিকুলার প্রসপেক্টাস ও খুলনা বিশ্ববিদ্যালয় প্রসপেক্টাসের মোড়ক উন্মোচন করেন এবং নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় আইকিউএসির পরিচালক প্রফেসর ড.  জিয়াউল হায়দার, উপ-পরিচালক, বিভিন্ন স্কুলের ডিন ও বিভিন্ন ডিসিপ্লিনের কোর্স কো-অর্ডিনেটর এবং নবাগত শিক্ষার্থীরা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি