ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে বিডিইউ এর কালচারাল ক্লাব এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বসন্ত উৎসবে আগত দর্শকদের জন্য উৎসব প্রাঙ্গণে দেশিয় বিভিন্ন পিঠা উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়।মেলায় পুতুল নাচসহ নানা ধরনের বাঙালি খেলার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উৎসবে অংশগ্রহণ করে।
 
প্রথমবারের মতো বসন্ত উৎসব আয়োজনের সুযোগ করে দেয়ায় কালচারাল ক্লাব এর সভাপতি সোহানুর রহমান সোহান মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম এর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ বছর প্রথমবারের মতো বেশ আনন্দঘন পরিবেশে আমরা বসন্ত উৎসব আয়োজন করতে পেরেছি।এই অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দেয়ার জন্য মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম এর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
 
কালচারাল ক্লাব এর সাধারণ সম্পাদক সাদিয়া হোসেন বলেন, এই অনুষ্ঠান আয়োজনে বিডিইউ কালচারাল ক্লাবের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থীরা আমাদের সার্বক্ষণিক সহায়তা করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি